হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে পুলিশের সেবা পৌঁছে দিতে পুলিশিং এর ৫নং বিট’র উদ্বোধন

আশাশুনির বড়দলে পুলিশের সেবা পৌঁছে দিতে পুলিশিং এর ৫নং বিট’র উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 112 ভিউজ

এম এম সাহেব আলী আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পুলিশিং বিট কার্যালয় এর উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপরে বড়দল ইউনিয়ন পরিষদে উপজেলার ০৫ নাম্বর বিট কার্যালয় উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির। উদ্বোধনীকালে তিনি বলেন, “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সাধারণ মানুষ যাহাতে দ্রুত আইনি সহযোগিতা পায় তার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। আশাশুনি থানা কে দুর্নীতি, দালাল, জুয়া, বাল্যবিবাহ ও মাদক মুক্ত করতে আমি সকলকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। যদি কোথাও কোন দুর্নীতি ও মাদক ব্যবসায়ী থেকে থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি তার দ্রুত ব্যবস্থা নেব।

থানায় ভিডি ও অভিযোগ করতেন কোন টাকা লাগে না। তিনি আরো বলেন, আপনাদের সন্তানের দিকে আপনারা খেয়াল রাখেন আপনারা জানেন আপনাদের সন্তানরা কি করছে কিনা। এ ব্যাপারে আমি উপজেলার বড়দল ইউনিয়ন বাসির সার্বিক সহযোগিতা কামনা করছি। বড়দল ইউনিয়ন পরিষদে নতুন বিটের অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এস আই মামুন ও সহকারী অফিসার এএস আই সাহাজামাল। এসময় আশাশুনি রিপোটার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম আলাউদ্দীন, বড়দল ইউপি সদস্য জি এম আব্দুর রশিদ, মাছুদ, দেবব্রত ইউপি সদস্য বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন