হোম খুলনাসাতক্ষীরা শম্পা গোস্বামীর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

শম্পা গোস্বামীর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা ও হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বেসরকারী সংস্থা প্রেরনা নারী উন্নয়ন সংস্থার পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা স্বার্থন্বেষী হত্যার হুমকি এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রদায়িক কমিটির সহ সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, নাগরিক কমিটির সভাপতি এড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রেরনা এনজিওর কর্মকর্তা টুম্পা দত্ত, মৃনাল কান্তি সরকার, সাবেক শিক্ষাকর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা ভুমিহীন কমিটির সভাপতি কওছার আলী, সাংবাদিক কল্যান ব্যানার্জী, শিল্পী চৈতালী মুখার্জী, উদিচির সভাপতি সিদ্দীকুর রহমান, বাসাদ সন্ময়ক নিত্ত্যানন্দ সরকার জেলা সিপিবির সভাপতি আজাহার হোসেন প্রমূখ। এসময় বক্তারা বলেন,আমরা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিণত হব না।ভারতের বিভিন্ন চ্যানেলে এমন ভাবে কথা বলা হয়েছে বাংলাদেশ সাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।গুটিকয়েক লোকজনের কারণে বারবার হিন্দু সম্প্রদায়ের মানুষরা হয়রানির শিকার হচ্ছে। সম্প্রতি সাতক্ষীরা কালিগঞ্জ এলাকায় জাতীয় পার্টির নেতা শাহাদাত হোসেন কর্তৃক শম্পা গোস্বামীকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে আমরা তার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। সম্পা গোস্বামী সমাজের পিছিয়ে পড়া নারীদের পাশে সব সময় রয়েছেন।

সম্প্রতি এক স্বার্থন্বেষী মহল ইর্শ্বানিত হয়ে তাকে প্রধান শিক্ষক থেকে অপসারন সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে নানা ভাবে হয়রানির চেষ্টা করছে। তাকে নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে। এভাবে যদি সংখ্যালগুর উপর নির্যাতন চলতে থাকে তাহলে এদেশে সংখ্যালগুরা বসবাস করবে কিভাবে। আমরা চাই অচিরে এসকল ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে প্রশাসন ব্যাবস্থানিক দেশে সাম্প্রদায়িক সম্প্রতি ফিরে আসুক।আজকের মানববন্ধনের পর থেকে শম্পা গোস্বামীকে কোন প্রকার হুমকি ও হয়রানীর চেষ্টা করলে আগামীতে কঠোর কর্মসুচি গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন