হোম খেলাধুলা সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, দেবেন পরীক্ষা

সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ, দেবেন পরীক্ষা

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

১৭ বছরের লম্বা ক্যারিয়ারে বোলিং অ্যাকশন নিয়ে কখনোই বিতর্কের মুখে পড়েননি সাকিব আল হাসান। অথচ ৩৭ বছর বয়সে এসে বিস্ময়করভাবে এটি নিয়েই উঠেছে প্রশ্ন।

ভারত সফরের আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান মি. অলরাউন্ডার। সারের হয়ে একটি ম্যাচ খেলে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন।

কাউন্টি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ম্যাচকে ঘিরে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সাবেক টাইগার অধিনায়ক দ্রুতই ইংল্যান্ডের একটি ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেবেন।

সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদের মধ্যে কে সাকিবের অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন, জানা যায়নি।

তবে বিষয়টি শুধুমাত্র কাউন্টিতে খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠলেও আন্তর্জাতিক ক্রিকেট বা অন্যান্য ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো বাধা নেই। বিষয়টির সঙ্গে আফগানিস্তান সিরিজে সাকিবের না খেলার যোগসূত্র নেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন