হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস পালিত।

মোল্লাহাটে জাতীয় সমবায় দিবস পালিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

বাগেরহাট প্রতিনিধি:

মোল্লাহাটে নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সমিতির সদস্যদের মাঝে গাভী মোটাতাজাকরণ প্রকল্পের ঋণের চেক বিতরণ। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইশহাক,পরিসংখ্যান কর্মকর্তা মো: হায়দার আলী, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক মিয়া পারভেজ আলম,শরিফুল দিদার, কৃষি সমবায় সমিতির সভাপতি কৃষক আব্দুল হামিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ও সমবায় নেতৃবৃন্দ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন