হোম খুলনাযশোর মনিরামপুরে রাজগঞ্জ অঞ্চলের ত্রাস যুবলীগ নেতা সাইফুল আটক

মনিরামপুরে রাজগঞ্জ অঞ্চলের ত্রাস যুবলীগ নেতা সাইফুল আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের ত্রাস যুবলীগ নেতা সাইফুজ্জামান ওরফে সাইফুলকে আটক করেছে সেনাবাহিনী। আটক সাইফুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ নেতা ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম মন্টুর ছোট ভাই। আঞ্চলিক যুবলীগ নেতা হিসেবে দাপটশালী ছিলেন। সে উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। মঙ্গলবার রাত নয়টার দিকে যৌথবাহিনী উপজেলার চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে আটক করে থানায় সোর্পদ করেছে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসিরা জানান, আটক সাইফুল ইসলাম এলাকায় একজন চাঁদাবাজ সন্ত্রাসী। সে আওয়ামীলীগ সরকারের আমলে রাজগঞ্জ অঞ্চলে ভাই চেয়ারম্যান সুবাদে এককভাবে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে আবদুল্লা হত্যা মামলাসহ চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে সাইফুল ঘের ব্যবসার আড়ালে নিজ গ্রামের পাশে কৃষকের আবাদী জমি জোরপূর্বক দখল করে মৎস্য ঘের করারও অভিযোগ রয়েছে। যার কারণে আওয়ামীলীগ সরকার পতনের পর সাইফুল নিজ এলাকা ছেড়ে পলাতক ছিলেন। ওইদিন সাইফুলসহ তার বডিগার্ড খামা কামরুল এলাকায় আসে। এ সময় গোঁপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী সাইফুলকে আটক করে থানায় সোর্পদ করে। এ সময় সাইফুলের বডিগার্ড খামা কামরুলকে আটক করার গুঞ্জন শুনা গেলেও তার সত্যতা পাওয়া যায়নি।

এ ব্যাপারে মনিরামপুর থানার (চলতি দায়িত্বপ্রাপ্ত) ওসি তদন্ত পলাশ কুমার বিশ্বাস বলেন, সাইফুলকে আমরা আটক করেনি, তাকে সেনাবাহিনী আটক করেছে। বুধবার কাশিপুর গ্রামের যুবদল নেতা চন্টু হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আবুল বাসার তাকে আদালতে চালান দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন