হোম অর্থ ও বাণিজ্য শ্রম আইন লঙ্ঘন মামলা নিষ্পত্তির গতি কম: বিলস

শ্রম আইন লঙ্ঘন মামলা নিষ্পত্তির গতি কম: বিলস

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

অর্থনীতি ডেস্ক:

পোশাকখাতে শ্রমিকদের অধিকার সুরক্ষায় এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা বলছে, শ্রম আইন লঙ্ঘনের তালিকায় বিশ্বের ১০টি দেশের একটি বাংলাদেশ। শুধু তাই নয়, শ্রমিক নেতাদের হত্যার দিক দিয়েও বিশ্বের ৬টি দেশের তালিকায় আছে বাংলাদেশের নাম।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক সেমিনারে এমন তথ্য তুলে ধরা হয়। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের বরাত দিয়ে এতে জানানো হয়, দেশের তৈরি পোশাক খাতে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠার আবেদন প্রত্যাখ্যান করা হয়।

বিলসের গবেষণা প্রবন্ধে বলা হয়, গেল অর্থবছর দেশের পোশাকখাতে শ্রম আইন লঙ্ঘনের ১৪৩টি মামলা হলেও তার মাত্র ১৪টির বিচার হয়েছে।

সেমিনারে আলোচকেরা বলেন, টেকশই উৎপাদন ধরে রাখতে পোশাক খাতে শ্রম অধিকার নিশ্চিত করার বিকল্প নেই। এক্ষেত্রে কাজের উপযুক্ত পরিবেশ তৈরির জন্য মালিক, শ্রমিক ও শ্রম সংগঠনগুলোর ভূমিকা রাখতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন