নড়াইল প্রতিনিধি :
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইলে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময়কৃষি বিপনন আইন ২০১৮ অনুযায়ী মূল্য তালিকা সংরক্ষণ ও না লটকানোর অপরাধে শুকুর মুন্সীকে ১০০০ টাকা, স্বাধীন মোল্যাকে ৫০০টাকা, মাহবুব শিকদারকে ২০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী গরুর গোসত বিক্রেতা গোলাম মীরকে ৩০০০ টাকা এবং মনিরুল ইসলামকে লুকিং গ্লাস এবং হেলমেট বিহীন হোন্ডা চালনায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষের নেতৃত্বে কালিয়া উপজেলার চাচুড়ী ও সদরের বাশগ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫ হাজার ৭ শত টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ওমর ফারুক , ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা।
এছাড়াও দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন বিশেষ টাস্ক ফোর্স কমিটি এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা ।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।