হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সাবেক চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ

সাতক্ষীরায় মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক সাবেক চেয়ারম্যানের মৃত্যুর অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদরের আগরদাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদরের আবাদেরহাটে ওই মারপিটের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, আবাদেরহাটের বাজার ব্যবসায়ীদের কাছ থেকে রাতে মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার মাসিক টাকা আদায় করছিলেন। বাজারের মধ্যে জনৈক এক ব্যবসায়ীর দোকানে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তমিজ উদ্দীন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানকে বেধড়ক মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওই বাজারের গ্রাম্য ডাক্তার পিনুর কাছে নিয়ে যায়। সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে তিনি মারা যান।

নিহতের ছেলে সোলায়মান রাজু বলেন, রাতে একটি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সেখান থেকে বাড়িতে গিয়ে আব্বা মারা গেছেন। কেউ তাকে মারেনি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা দুই ধরনের বক্তব্য পাচ্ছি। নিহত আব্দুল মান্নানের পরিবার বলছেন স্টোকে মারা গেছেন। আর স্থানীয়রা বলছেন, হাতাহাতির ঘটনার জেরে মারা গেছেন। এ কারনে আমরা মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্ত ছাড়া এখনই কিছুই বলা যাবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন