হোম আন্তর্জাতিক হিজবুল্লাহ প্রধান হলেন নাইম কাশেম

হিজবুল্লাহ প্রধান হলেন নাইম কাশেম

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হয়েছেন নাইম কাশেম। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে উপপ্রধান কাশেমকে নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে সংগঠনটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। তার জায়গায় নিযুক্ত হলো ১৯৯১ সাল থেকে হিজবুল্লাহ’র উপপ্রধানের দায়িত্ব পালন করা এই নেতা।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সুরা কাউন্সিলের সিদ্ধান্তে নাইম কাশেমকে দেয়া হয়েছে এই দায়িত্ব। হিজবুল্লাহ প্রতিষ্ঠায় কাশেমের যথেষ্ট ভূমিকা রয়েছে। দখলদারদের বিরুদ্ধে তারও রয়েছে অবিচল অবস্থান।

প্রসঙ্গত, নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নাম বিবেচনায় ছিল। তবে নাসরাল্লাহর পর তিনিও ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন।

নাইম কাশেমের জন্ম ১৯৫৩ সালে। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নিয়মিত জনসম্মুখে আসেন নাইম। নাসরাল্লাহ নিহত হওয়ার পরও তিনবার জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন