হোম জাতীয় ‘অদৃশ্য শক্তির হস্তক্ষেপে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না’

‘অদৃশ্য শক্তির হস্তক্ষেপে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না’

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

জাতীয় ডেস্ক:

অদৃশ্য শক্তির হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই অভিযোগ করেন।

তারা জানান, বিচার বিভাগে বদলী, পদায়ন এবং নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি করা হচ্ছে। এটি গ্রহণযোগ্য নয়। এমন কার্যক্রম বৈষম্য বিরোধী আন্দোলনের মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে বলেও উল্লেখ করেন তারা।

নেতারা আরও জানান, বিচার বিভাগের প্রতিটি স্তরে আওয়ামী লীগ সরকারের দোসররা সক্রিয়, তাই, বিগত সরকারের সহযোগীদের জামিন পেতে তারা সহযোগিতা করছে৷বিচার বিভাগ থেকে অবিলম্বে বিগত সরকারের দোসরদের সরানোর দাবি জানান ফোরাম নেতারা।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন