হোম জাতীয় দুই অয়েল ট্যাংকারে আগুন: উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মন্ত্রণালয়ের

দুই অয়েল ট্যাংকারে আগুন: উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি মন্ত্রণালয়ের

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

জাতীয় ডেস্ক:

পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং করপোরেশনের দুটি অয়েল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহণ মন্ত্রণালয়। রোববার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রামে বাংলাদেশ শিপিং করপোরেশন কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সাথে বৈঠক করে এ কথা জানান নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ১০ সদস্যের কমিটি করা হয়েছে। এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিস্ফোরণের রহস্য উন্মোচন করবে। এছাড়া, একটি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে আগামীকাল থেকে জ্বালানি তেল পরিবহণ করবে বিএসসি।

গত শুক্রবার মধ্যরাতে পতেঙ্গায় উত্তাল সাগরে ভাসমান বাংলার সৌরভ নামের অয়েল ট্যাংকারে লাগা আগুনে একজনের মৃত্যু হয়। এর চারদিন আগে গত ৩০ সেপ্টেম্বর একই এলাকার ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে আরেক জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিহত হন ৩ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন