হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ আটক-৩

সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ আটক-৩

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে যৌথবাহিনী। রবিবার দুপুরে সদর থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পৌরসভার রাজারবাগান উত্তরপাড়া এলাকার রেজাউল ইসলাম খোকন (৪৫), মোহাম্মদ আলী (৪০) ও সাইফুল ইসলাম (৪৬)।

কাটিয়া সরকারপাড়া এলাকার ভুক্তভোগী বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক ব্যক্তিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে আমার ভাড়া বাড়ি থেকে তুলে সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা অনতিবিলম্বে না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটার গান ও চাঁদার টাকা উক্ত তিন যুবককে আটক করা হয়েছে। তিনি আরো জানান, এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী অহিদ সরদার বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন