হোম অন্যান্যসারাদেশ খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন আজ

খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন আজ

কর্তৃক
০ মন্তব্য 129 ভিউজ

খুলনা অফিস:
আজ সোমবার নগরীর খালিশপুরে পাটকল শ্রমিক সংঠনের নেতৃবৃন্দ বকেয়া মজুরি দ্রæত পরিশোধ, অডিট বাতিল, মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করবেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে প্লাটিনাম জুট মিলের সামনে বিআইডিসি সড়ক হয়ে খালিশপুর জুট মিল পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি জমা দেবেন। খুলনা ওয়ার্কার্স ইনস্টিটিউট কার্যালয়ে গতকাল রোববার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন হুশিয়ারী দিয়েছেন বাংলাদশ রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা সিবিএ, নন সিবিএ সংগ্রাম পরষিদ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কার্পেটিং জুট মিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য সচিব নজরুল ইসলাম ফরাজী, আলীম জুট মিলস শ্রমিক কর্মচারি ইউনিয়নের আহবায়ক সরদার আ: হামিদ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আলীম, দৌলতপুর ও খালিশপুর জুট মিলের সকল বকেয়া দ্রæত পরিশোধ করতে হবে। কোন সিবিএ নেতা যদি কোন কারণে টাকা-পয়সার লেনদেন করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নেতৃবৃন্দের নামে অডিট অভিযোগ বন্ধ করতে হবে, শ্রমিকদের নামে দায়ের করা মামলার নিস্পত্তি করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন