হোম জাতীয় নির্বাচনের চেয়ে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

নির্বাচনের চেয়ে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

কর্তৃক Editor
০ মন্তব্য 26 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেয়ার পক্ষে জামায়াত। নির্বাচনের চেয়ে সংস্কার বেশী গুরুত্বপূর্ণ। তবে সংস্কারে কথা বলে অযথা অন্তবর্তী সরকারের মেয়াদ প্রলম্বিত করা যাবে না। এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি। তারা ভোটের পরিবেশ তৈরি করার জন্য এসেছে। ড. ইউনূসের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। তাছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

জামায়েত আমির আরও বলেন, সরকারকে দুটি রোডম্যাপ দেয়া হয়েছে। একটি সংস্কারের এবং অপরটি নির্বাচনের। আগামী ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন দলটির এই শীর্ষ নেতা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন