হোম জাতীয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

জাতীয় ডেস্ক:

তেজগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয়।

উল্লেখ্য, নওগাঁ-১ আসনে নৌকা প্রতীক নিয়ে ২০০৮ সাল থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত জানুয়ারির ডামি নির্বাচনের পর গঠিত সরকারেও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান সাধন চন্দ্র মজুমদার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন