শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়ন অধিভুক্ত কুষ্টিয়া জিকে প্রকল্পের এস-৮একে খাল ভেঙে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। এব্যাপারে পাউবো‘র কুষ্টিয়ার নিবার্হী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুন্ডু মুঠোফোনে জানান, বিষয়টি লোক মাধ্যমে জেনেছি, ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সরেজমিন ঘুরে জানা যায়, পাউবো‘র জিকে প্রকল্পের অধিনে এস-৮একে সেচ খালটি উপজেলার কাঁচেরকোল এলাকা দিয়ে অতিবাহিত। কৃষি নির্ভর এলাকার প্রধান এ সেচ খালটির এক পাড় দিয়ে পাকা রাস্তা চলমান। পাড়কাঁচেরকোল গ্রামের মধ্যে সাইফুনের দু‘পাশে গাইডওয়াল না থাকায় অতিবৃষ্টির চাপে সম্প্রতি নিমার্ণাধীন খালের পাড়সহ ভেঙে গেছে পাকা সড়কটি।
এতে কৃষকদের চাষাবাদ ব্যহত হওয়ার পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। গ্রামের চাষী বাদল শেখ, শাহাজান শেখ, শহিদুল জোর্য়াদার সহ একাধিক ব্যক্তি জানান, পাউবোর উদাসীনতার কারণে দায়সাড়া নির্মিত খালের ব্যাংকের দু‘পাশের গাইডওয়াল ন্যাচারাল কনস্ট্রাকশনের প্রতিনিধি জনৈক নজরুল ইসলাম পূর্বের নির্মিত গাইডওয়াল ভেঙে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, দ্রুত খাল মেরামত করে পানি না ছাড়লে চলতি মৌসুমে পানির অভাবে শতশত বিঘা আমন চাষ ব্যহত হবে।
প্রধান সড়কটি ভেঙে যাওয়ায় আশপাশের কয়েক গ্রামের মানুষ ৬ কিমি রাস্তা ঘুরে যাতায়াত করছে। খালধারে বসবাসকারী স্থানীয় বাসিন্দা মমতাজ বেগম জানান, গাইডওয়ালের ইট তুলে নিয়ে যাওয়া, গাছ কাটা ও নিন্মামনের কাজ করার বিরুদ্ধে প্রতিবাদ করায় জনৈক প্রতিনিধি নজরুল ইসলাম তাদেরকে হয়রানীর ভয়ভীতি দেখিয়েছে।
পাউবো কুষ্টিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সালাহ্উদ্দীন জানান, ঠিকাদারের প্রতিনিধি পূর্বের নির্মিত গাইডওয়াল তুলে ফেলায় খালের দুপাড়ের মাটি নরম হয়ে অতিবৃষ্টিতে ধ্বসে পড়েছে। দ্রুত মেরামতের চেষ্টা চালানো হচ্ছে।