হোম জাতীয় জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের অংশ হয়ে গেছেন: নজরুল ইসলাম খান

জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতরা ইতিহাসের অংশ হয়ে গেছেন: নজরুল ইসলাম খান

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

জাতীয় ডেস্ক:

যারা মহান মুক্তিযুদ্ধ করেছিলেন তারা যেমন পুরো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন, তেমনি জুলাই অভ্যুত্থানে যারা শহীদ বা আহত হয়েছেন; তারাও ইতিহাসের অংশ হয়ে গেছেন— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (২১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রামপুরা বাড্ডা ও হাতিরঝিল এলাকার ২৭ জন ব্যক্তি ও ৭ জন আহত শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়। পরবর্তীতে বাকিদেরও সহায়তা করা হবে; যা চলমান থাকবে।

নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘস্থায়ী একটা লড়াইয়ের চুড়ান্ত রূপ দেখা গেছে জুলাই ও আগস্টে। দীর্ঘদিনের আন্দোলন লড়াইয়ের পূর্ণতা এসেছে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে। আগামীকাল কিশোরগঞ্জে হতাহতদের সহায়তার জন্য যাওয়ার কথাও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন