হোম আন্তর্জাতিক লেবাননে ১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ইসরায়েলের

লেবাননে ১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা ইসরায়েলের

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননে প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাজ্য অবিলম্বে দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এছাড়া ওয়াশিংটন জানিয়েছে, সমস্যাটি কূটনৈতিকভাবে সমাধানের যোগ্য। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, তারা যুদ্ধের তীব্রতার ‘সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন।’

গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহার ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৭ জন নিহত এবং প্রায় তিন হাজার আহত হয়েছে। এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের যুদ্ধবিমান দুই ঘন্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শতাধিক রকেট লঞ্চার ধ্বংস করেছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯ টার পর দক্ষিণ লেবাননে ৫২টিরও বেশি হামলা চালানো হয়েছে।
লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন