হোম খুলনাসাতক্ষীরা কালীগঞ্জে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৭ জন আহতের ঘটনায় সেনা ক্যাম্পে অভিযোগ

কালীগঞ্জে জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ৭ জন আহতের ঘটনায় সেনা ক্যাম্পে অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 29 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি:

গ্রাম্য আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক জমি দখল নিতে গিয়ে বেধড়ক পিটুনিতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। উক্ত ঘটনায় পরস্পর বিরোধী ২ টি লিখিত অভিযোগ সেনা ক্যাম্প এবং থানায় দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শুইলপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র হাফিজুল ইসলাম (৫০) সিরাজুল ইসলাম (৪০) শেখ ওয়াহিদুজ্জামানের পুত্র আখিরুল ইসলাম (৩০)শেখ জাহাঙ্গীর আলমের পুত্র হাসিবুল হাসানকে (২৪) স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাকিদের স্থানীয় ক্লিনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লিখিত অভিযোগের সূত্র থেকে এবং শুইলপুর গ্রামের মহাসিন, রেহেনা খাতুন, আবু বক্কর গাজী সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান শুইলপুর গ্রামের আকবর আলী গাজী গং এবং একই গ্রামের সেনা সদস্য ফারুক হোসেন, মিঠু, হান্নান গংয়ের সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ ধরে চলে আসছিল। উক্ত বিরোধ নিয়ে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে মীমাংসা করে রায় প্রদান করেন। উক্ত রায়কে উপেক্ষা ও বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে সেনা সদস্য ফারুক হোসেনের নেতৃত্বে তার ভাই মিঠু, হান্নানের নেতৃত্বে গফুর হাসান সহ ৬/৭ জনের একটি সন্ত্রাসী গ্রুপ গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা আনুমান সাড়ে ১০ টার দিকে অবৈধ অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হাতে দা বাশের লাঠি, রড, শাবল নিয়ে জোরপূর্বক জমি দখল করতে গেলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় একটি রক্ত ক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন