হোম খুলনাবাগেরহাট বাগেরহাটের মোংলায় কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক

বাগেরহাটের মোংলায় কলেজ ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

জসিম উদ্দিন, বাগেরহাট:

বাগেরহাটের মোংলা সরকারী কলেজের ২৪ বছর বয়সী এক শিক্ষার্থীকে নিজ বাড়ীতে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে একই কলেজের শিক্ষার্থী রিয়াজ মাল(২৪) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে মোংলা থানায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, আসামী রিয়াজ মাল ও ভিকটিম একই কলেজে পড়াশুনা করেন। এবং তাদের বাড়ীও পাশাপাশি। সেই সুবাধে দীর্ঘ তিন বছর তাদের বন্ধুত্ব ছিলো। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে তিনটায় ভিকটিমের নিজ বাড়ীতে বসত ঘরের পিছনে একটি ছোট টিনের ঘরের মধ্যে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে আসামী রিয়াজ মাল জোরপূর্বক ধর্ষন করে। এই মর্মে ভিকটিম রাতে নিজে থানায় এসে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিত্বে রাতেই আসামী কে গ্রেফতার করা হয়েছে। এর পর জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে আসামী।

এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে আজ শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন