নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দরের অদূরে লক্ষ্মী দাড়ি সীমান্ত থেকে দেড় কেজি ওজনের ১১ টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি । আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৬১ লক্ষ টাকা । বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে লক্ষ্মী দাড়ি সীমান্ত থেকে স্বর্ণের চালান সহ জাকির হোসেন নামের এক যুবককে আটক করা হয় ।
সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতে পাচারের প্রাক্কালে স্বর্ণের চালান সহ সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মী দাড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে জাকির হোসেনকে গ্রেফতার করা হয় । এ ঘটনায় ধৃত জাকির হোসেন কে সদর থানায় সোপর্দ করে বিজেবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে ।