হোম জাতীয় আলোচনায় বসলো আন্দোলনরত রেলকর্মীরা

আলোচনায় বসলো আন্দোলনরত রেলকর্মীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

জাতীয় ডেস্ক:

রেলওয়ের অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণসহ ৬ দফা দাবিতে আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রেলভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক ও রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় কর্মীরা চাকরি স্থায়ীকরণ, মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত কর্মীদের কাজে পুনর্বহাল ও আউটসোর্সিংয়ের মতো কালো আইন বাতিলের দাবি জানান।

বিষয়গুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করে সমাধানের জন্য প্রধান উপদেষ্টার কাছেও তুলে ধরবেন বলেও আশ্বাস দেন রেলওয়ে কর্তারা। সভা শেষে কর্মীরা জানান, দাবি আদায় না হলে আগামীতে আবারও আন্দোলনে যাবেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন