হোম অন্যান্যশিক্ষা গোলবার চাপা পড়ে ইবি ল্যাবরেটরি স্কুল ছাত্রের মৃত্যু

গোলবার চাপা পড়ে ইবি ল্যাবরেটরি স্কুল ছাত্রের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

ইবি প্রতিনিধি:

হ্যান্ডবল খেলার গোলবারের চাপা পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেনীর শিক্ষার্থী আল রাফি মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাফি। ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক মোল্লা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে, বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল সংলগ্ন মাঠে হ্যান্ডবল বার নিয়ে খেলা করার সময় এ দূর্ঘটনা ঘটে৷ পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থা আশঙ্কাজনক মনে করে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আহতাবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই বিকেল সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাফি।

জানা যায়, রাফি ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে৷ মঙ্গলবার বেলা এগারোটার পর তার ক্লাস শুরু হওয়ার আগে গোলবারে ঝুলে ব্যায়াম করছিল। একপর্যায়ে লোহার গোলবার উল্টে তার বুকের উপর চাপা পড়ে। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করে। পরে স্কুলের শিক্ষকদের থেকে রক্ত নিয়ে তাকে দেওয়া হয়। কিন্তু বুকে আঘাত লাগায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন