হোম অন্যান্যসারাদেশ মণিরামপুর হালসা গ্রামে নির্মিত নতুন মসজিদ ‘করোনা’ কালীন নির্মিত তাই এটি স্মরণীয় হয়ে থাকবে

মণিরামপুর হালসা গ্রামে নির্মিত নতুন মসজিদ ‘করোনা’ কালীন নির্মিত তাই এটি স্মরণীয় হয়ে থাকবে

কর্তৃক
০ মন্তব্য 127 ভিউজ

মণিরামপুর(যশোর) :
যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের ছোট একটি গ্রামের নাম হালসা। প্রায় দুই/আড়াই বর্গকিলোমিটার আয়তনের এই গ্রামের বাসিন্দারা সকলেই ইসলাম ধর্মাবলম্বীর। মাঝখানে একটি মাঠ গ্রামটিকে বিভাজন করে উত্তর হালসা ও দক্ষিণ হালসা এই দুই পাড়ায় বিভক্ত করে পরিচিতি লাভ করে সেই কয়েক পুরুষ আগে থেকে।

যা ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি জনিত কারণে বসতি বেড়ে যেয়ে মানচিত্রে আমুল পরিবর্তন এনেছে। এখন সমস্ত গ্রামব্যাপি গড়ে উঠেছে জনবসতি। একাকার হয়ে গেছে সমস্ত গ্রাম জনবসতিতে। জনসংখ্যা বৃদ্ধি পেয়ে এখন প্রায় হাজার ছুঁই ছুঁই অবস্থা। ছোট বেলায় এই গ্রামের উত্তর পাড়ায় দেখেছি টালির ছাউনি দিয়ে নিতান্তই আটপৌরে গোছের একটা ছোট মসজিদে সারা গ্রামের মুসল্লিরা নামায আদায় করতো। সেই মসজিদটি এখন আধুনিকায়ন হয়েছে।

প্রায় শ’দুয়েকেরও বেশি মুসল্লি এখন এই মসজিদে জুম্মার নামায আদায় করতে পারে। গ্রামের দক্ষিণ হালসায় প্রায় দুই/আড়াই যুগ আগে আরেকটি মসজিদ নির্মিত হয়েছে। সেখানেও মুসল্লির সংখ্যা বেশ হয়ে থাকে। অতঃপর সময়ের তাগিদে ও জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামের প্রবেশ দ্বার মাদরাসা মোড়ের চৌরাস্তার আশপাশের বাসিন্দাদের দুরবর্ত্তী মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে অধিকাংশেরই কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ায় মতামত উঠে আসে মাদরাসা মোড়ে একটি মসজিদ নির্মাণ প্রয়োজন।

এই প্রয়োজনের তাগিদে মহল্লার বাসিন্দাদের চাহিদার কথা বিবেচনা করে চলতি বছরের প্রথম দিকে মহল্লাবাসী সমবেত হয়ে উদ্যোগ নেন একটি নতুন মসজিদ নির্মানের। মহামারী করোনা’কে উপেক্ষা করে স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে মসজিদ নির্মান কমিটি গঠন পূর্বক কাজ শুরু করেন।

দেশে যেদিন অর্থাৎ গত ৮ মার্চ’২০২০ করোনা রোগী শনাক্ত হয় সেইদিনই মসজিদটি মহল্লার মাষ্টার আশরাফ উদ্দীনের দানকৃত ৫শতক জমিতে ভিত্তি প্রস্তর স্থাপন করে কাজ শুরু করা হয়। নানান প্রতিকূলতাকে উপেক্ষা করে অবশেষে খুবই স্বল্প সময়ের মধ্যে গত ১৩ জুলাই-২০২০ সোমবার মসজিদটির নির্মানকাজ সম্পন্ন হওয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

৮ মার্চ-২০২০ করোনা শনাক্তের দিনে মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কারণে তথা মহামারী করোনা কালীন সময়ে নির্মিত এ মসজিদটি নির্মাণের ইতিহাসকে সংশ্লিষ্ট সকলেই যুগ-যুগান্তর স্মরনে রাখবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন