হোম খেলাধুলা খাদের কিনারা থেকে লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের ২৬২

খাদের কিনারা থেকে লিটনের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের ২৬২

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে রীতিমতো কুপোকাত হবার দশা তৈরি হয়েছিল। প্রথম ছয় ব্যাটার আসা যাওয়ার মিছিলে সামিল হয়েছিলেন। মনে হচ্ছিল আজই বোধহয় টেস্টের শেষ দেখা হয়ে যাবে। কিন্তু শেষের পরও শেষ থাকে, সে কথাই প্রমাণ হলো আরেকবার। পাকিস্তানের যে বোলাররা টুটি চেপে ধরেছিল বাংলাদেশ ব্যাটারদের, রাওয়ালপিন্ডিতে পরে সেই বোলারদেরই পিন্ডি চটকে দিলো লিটন-মিরাজরা।

লিটনের অতিমানবীয় ১৩৮ রানের পাশাপাশি মিরাজের ব্যাট থেকে এসেছে ৭৮ রান, তাতেও লিড নিতে পারেনি বাংলাদেশ। ১২ রানে পিছিয়ে থেকে টাইগারদের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৬২ রানে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন