হোম এক্সক্লুসিভ ইন্দুরকানীতে স্কুলে ছাত্রী ধর্ষণের শিকার গ্রেফতার -এক

ইন্দুরকানীতে স্কুলে ছাত্রী ধর্ষণের শিকার গ্রেফতার -এক

কর্তৃক
০ মন্তব্য 118 ভিউজ

পিরোজপুর অফিস:

ইন্দুরকানীতে মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণি ছাত্রী ধর্ষণের শিকার। গত মঙ্গলবার উপজেলার সেউতিবাড়ীর এলাকায় এ ঘটনাটি ঘটে।

ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর মা ও পারিবারিক সূত্রে জানা যায়, মেয়েকে বাসায় একা পেয়ে একই এলাকার আলতাফ গাজী ছেলে মাসুদ গাজী (২২) জোর করে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে মা বাড়ীতে আসলে মাকে আঘাত করে ধর্ষক পালিয়ে যায়।

বিষয়টি ধর্ষকের অভিভাবকের কাছে অভিযোগ করলে তারা মেয়ের মা ও বাবাকে হুমকি দেয় এবং মামলা যাহাতে না করতে পারে সে জন্য তার বাড়ীতে বহিরাগত লোক এনে পাহারা দেয়। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে ইন্দুরকানী থানায় এসে মেয়ের মা ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। ইন্দুরকানী থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে ধর্ষক মাসুম গাজীকে গ্রেফতার করেন।

ইন্দুরকানী থানা ওসি হাবিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষক মাসুম গাজীকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন