মিলন হোসেন বেনাপোল:
যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ১হাজার ৫ শত ভারতীয় বাজি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।শুক্রবার বিকালে গোগা গাজীপাড়া এলাকা থেকে এ বাজির চালানটি উদ্ধার করা হয়েছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের গোগা ক্যাম্পের নায়েব সুবেদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা গাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১হাজার ৫ শত ভারতীয় বাজি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত বাজি কাস্টমসে জমা দেওয়া হবে।