দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় চুরি মামলার আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) থানা সূত্রে জানা যায়, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিনের নেতৃত্বে এসআই(নিঃ) ইস্রাফিল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড় থেকে তালা উপজেলার শাহজাদপুর গ্রামের মৃত মোবারেক মোড়লের ছেলে চুরি মামলার আসামী নাজমুল মোড়ল(২২) কে গ্রেফতার করে।
সে সময় তার সাথে থাকা চোরাই মালামালসহ আলমসাধু(ইঞ্জিন ভ্যান) জব্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, গ্রেফতারকৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।