হোম খুলনাবাগেরহাট পাইকগাছায় প্লাবিত ১৩ টি গ্রামে খাদ্য সামুগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড

পাইকগাছায় প্লাবিত ১৩ টি গ্রামে খাদ্য সামুগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 185 ভিউজ

জসিম উদ্দিন, বাগেরহাট :

উপকুলের পাইকগাছা উপজেলার ভদ্রা নদী সংলগ্ন বাঁধ ভেঙ্গে ১৩ টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে জনজীবন বিপন্ন হওয়াসহ ফসল ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে চিংড়িঘের ও পুকুরের মাছ। এরূপ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় পানি বন্দী মানুষদের শুকনা খাবার, প্রয়োজনীয় ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড এর পক্ষ থেকে।

রবিবার(২৫ আগষ্ট) সকাল থেকে সহযেগিতার এসব খাদ্য সামুগ্রী বিতরণ কার্যক্রম শুরু করে কোস্টগার্ড পশ্চিমজোনের সদস্যরা। বিতরন কাজে নিয়োজিত কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এ ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রাখতে কোস্ট গার্ডের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন