হোম অন্যান্যসারাদেশ খুলনা বিভাগে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৮৬

খুলনা বিভাগে করোনা আক্রান্ত ১০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৮৬

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

খুলনা অফিস :
খুলনা বিভাগের ১০ জেলায় করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২২৬জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮৬জন। আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে খুলনা জেলা বিভাগের শীর্ষ অবস্থানে রয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট ১০ হাজার ২২৬জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ১১৭ জন। মৃত্যুবরণ করেছেন ১৮৬ জন।  সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে সর্বোচ্চ আক্রান্ত খুলনা জেলায় ৩ হাজার ৮৮৬ জন। এছাড়া যশোরে ১ হাজার ৫৫৬, কুষ্টিয়ায় ১ হাজার ৩২৭, ঝিনাইদহে ৭৪৫, সাতক্ষীরায় ৬১৬, নড়াইলে ৫৮১, বাগেরহাটে ৫১৫, চুয়াডাঙ্গায় ৪৯০, মাগুরায় ৩৬৭ ও মেহেরপুরে ১৪৩ জন।

খুলনার সিভিল র্সাজন ডাঃ সুজাত আহমেদ বলেন, বিভাগের মধ্যে করোনায় সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে খুলনা জেলা এখনো শীর্ষ অবস্থানে রয়েছে। তবে ধীরে ধীরে সংক্রমণ কমছে। সময়োপযোগী প্রশাসনিক তৎপরতায় সুফল পাওয়া যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে করোনামুক্ত সময়ে ফেরা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করনে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে খুমেক আরটি-পিসিআর ল্যাবে আরও ৮৬ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সাদিয়া মনোয়ারা উষা জানান, খুলনা জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮৮৬ জন। শনাক্তদের বেশির ভাগই খুলনা মহানগরীর। মহানগরে মোট করোনা রোগী ৩ হাজার ২১ জন। আর নয় উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৮১৩ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ হাজার ৬৭৩ জন এবং নারী ১ হাজার ১৬১ জন। এপর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৯৬৭ জন। মারা গেছেন ৫৯ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন