জাতীয় ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের কাছে ছাত্র-জনতার যে প্রত্যাশা, সেটি পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে যোগ দিয়ে এ কথা জানান মো: মাহমুদুল হাসান।
তিনি বলেন, ডিএনসিসির কাউন্সিলরদের দায়িত্ব পালনের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারি প্রতিষ্ঠানের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিতভাবেই নিরীক্ষা কার্যক্রমের আওতায় চলে আসে। তাই যেকোনো অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে বিধি অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা নেয়া হবে বলে জানান নতুন প্রশাসক। এসময় ডিএনসিসির কার্যক্রম পরিচালনায় জনগণের সহযোগিতাও চান তিনি।
গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো: মঈনউদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরি এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান।