হোম অন্যান্যলিড নিউজ মাগুরায় কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক ও অবৈধ সালিশ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মাগুরায় কিশোরী ধর্ষণের ঘটনায় ধর্ষক ও অবৈধ সালিশ কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কর্তৃক
০ মন্তব্য 189 ভিউজ

মাগুরা অফিস:
মাগুরায় মহম্মদপুরে বিয়ের আগে কিশোরীর অন্তঃসত্ত¡া হওয়ার ঘটনায় সালিশ বৈঠকে ভুক্তভোগী পরিবারকে অবৈধভাবে জরিমানা করা ও মালামাল লুটের ঘটনায় ধর্ষক ও সালিশকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার মাগুরা করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি মানববন্ধন করেছে।

সকালে শহরের চৌরঙ্গী মোড়ে সামাজিক দূরত্ব মেনে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও গণকমিটির আহ্বায়ক অধ্যক্ষ কাজী ফিরোজ, বাসদের কেন্দ্রীয় নেত্রী গণকমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, জেলা জাসদ সভাপতি ও গণ কমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম মহব্বত আলী, সিপিবি সদস্য সৈয়দা শামছুন্নাহার জোছনা।

মানববন্ধন সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের পর ধর্ষক গ্রেপ্তার হলেও অবৈধ সালিশকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তার না করায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রæত ধর্ষক ও অবৈধ সালিশের সাথে যুক্ত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, জেলার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুর গ্রামে এক স্কুল ছাত্রী (১৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। এ নিয়ে, অবৈধ সালিশের মাধ্যমে ধর্ষককে কোন ধরনের শাস্তি না দিয়ে ওই ভুক্তভোগী পরিবারটিকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক নহাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফা সিদ্দিকী লিটনসহ সালিশকারীরা। জরিমানার টাকা দিতে না পারায় ২০ জুলাই ভুক্তভোগী পরিবারটির গবাদী পশু, সেচযন্ত্র, ভ্যান, বাইসাইকেলসহ বিভিন্ন মালামাল বাড়ি থেকে লুট করে নিয়ে যায় মোস্তাফা সিদ্দিকী লিটনের লোকজন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন