নড়াইল অফিস:
নড়াইলে নিখোজের দুইদিন পরে হাকিম শেখ(৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(৯আগষ্ট) ভোরে চিত্রানদীর রঘুনাথপুর ঘাট এলাকা থেকে এলকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত হাকিম শেখ বড়গাতি গ্রামের আইয়ুব মোল্যার ছেলে। নিহতের মরদেহ স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে সদর হাসপাতালে আনা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,৭ আগষ্ট সন্ধ্যা ৭টার দিকে বড়গাতি বাজারে আসলে হাকিম শেখকে কিছু লোক চলমান আন্দোলনের ব্যাপারে হুমকি দেয়। এরপর বাজারে কিছু ভাংচুর ও মোটর সাইকেলে আগুন দেয় দূবৃত্তরা।ঘটনা টের পেয়ে সেখানে সেনা টহল গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। রাত ৯টার পর থেকে আর খোজ পাওয়া যায়নি হাকিমের।
এরপর বৃহস্পতিবারও তার কোন খোজ না পেয়ে পরিবারের লোকেরা উদ্বীগ্ন হয়ে পড়ে। পরে আজ শুক্রবার সকালে তার লাশ পাওয়া যায়।
নড়াইল সদর থানা ওসি (তদন্ত) ।মো.সাজেদুল ইসলাম জানান, চলমান সহিংসতার কারনে স্থানীয় কিছু লোকের সাথে ৭ আগষ্ট তার বাকবিতন্ডা হয়,এরপর পরে সে প্রাণে বাচাতে নদীতে ঝাপ দিলে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।