হোম জাতীয় দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা

দেয়ালে দেয়ালে নতুন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

জাতীয় ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনে ন্যায্যতার দাবিতে সড়কসহ দেয়ালে দেয়ালে লিখা বিভিন্ন স্লোগান মুছে ফেলতে শুরু করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আগামীর বাংলাদেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর, সায়েন্সল্যাব ও টিএসসি এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি দেয়াল লিখন কার্যক্রম চালানোর দৃশ্য দেখা গেছে। এ ছাড়া তৃতীয় দিনের মতো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

এসব এলাকা ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে লিখা অশোভন ও রাজনৈতিক স্লোগান সাদা রঙ দিয়ে মুছে ফেলছেন শিক্ষার্থীরা। আবার সেখানেই নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছেন তারা।

‘লাশের মিছিল’, ‘পানি লাগবে পানি’, ‘পলিটিক্যাল স্যানিটাইজার’, ‘বাংলাদেশ আমার’সহ নানান স্লোগান ও গ্রাফিতি আঁকতে দেখা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনের সময় তারাই এঁকেছিলেন এসব স্লোগান, এখন মুছে দিচ্ছেন। তাদের দাবি পূরণ হওয়ায় দেয়াল লিখন মুছে সেখানে আঁকতে শুরু করেছেন গ্রাাফিতি।

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড মোড়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী দেয়াল লিখনে অংশ নেন। ইউল্যাবের শিক্ষার্থী জিসান বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরাসহ আমরা লেখাগুলো লিখেছিলাম। এগুলো এখন দৃষ্টিকটু লাগছে। তাই নতুন করে লিখতে নেমেছি।’

রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সিফাত বলেন, ‘দেয়ালগুলো আমরা রঙিন করে সাজাতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মতো করেই সাজাবো। নতুন বাংলাদেশের স্লোগান লিখছি।’

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় লোকজনকেও সাহায্য করতে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন