জাতীয় ডেস্ক:
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারকে সহায়তা করে শহীদের মর্যাদার দাবিসহ ১৫ দফা দাবি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে রাজবাড়ী বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসক আবু কায়সার খান নিকট লিখিতকারে এই দাবি পেশ করেন। এ সময় পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষার্থীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা ও পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অন্যদিকে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সবার অতিত কর্মকাণ্ড ভুলে সবাইকে সহযোগিতার অনুরোধ জানান।