জাতীয় ডেস্ক:
নিরাপত্তাহীনভাবে থাকা রাজশাহী চিড়িয়াখানায় ঢুকে বিভিন্ন প্রজাতির কয়েকশ পাখি ও প্রাণী নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
চিড়িয়াখানার সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা রাজশাহী চিড়িয়াখানায় ঢুকে সেখানকার বিভিন্ন সরঞ্জাম, পুকুরের মাছ, বিভিন্ন প্রজাতির কয়েকশ পাখি নিয়ে চলে গেছে। লুটপাটের খবর পেয়ে এগিয়ে আসেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। নিরাপত্তা জোরদারে রাতেই সেখানে যান সেনাসদস্যরা।
সেনাবাহিনী ও শিক্ষার্থীরা আসার পর স্থানীয়দের সহযোগিতায় দুর্বৃত্তরা অন্য পশুগুলো নিয়ে যেতে পারেনি। চিড়িয়াখানায় এখন দেড় শতাধিক হরিণ ও অন্য পশুগুলো সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে।