জাতীয় ডেস্ক:
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল পুলিশ সদস্যকে নিজ নিজ কর্মস্থলে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।
বুধবার (৭ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিং করে এ নির্দেশ দেন। বলেন, ক্ষতিগ্রস্থ থানায় না গিয়ে ইউনিটে যোগ দিতে হবে। সকল পুলিশ সদস্যকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে স্ব স্ব পুলিশ লাইন্স, দফতর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দেন তিনি।
আইজিপি বলেন, এই পরিস্থিতির জন্য পুলিশের যেসব উচ্চাভিলাসী কর্মকর্তা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অনেক পুলিশ সদস্যের কষ্ট ও ক্ষোভ আছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো পূরণে কাজ শুরু হয়েছে।
ছাত্র-জনতা ও পুলিশের যারা নিহত হয়েছেন আত্মার মাগফিরাত কামনা করে ময়নুল ইসলাম বলেন, প্রতিটি হত্যা মামলার সঠিক তদন্ত হবে। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি জনগণের জান-মাল রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা রাখার জন্য আহ্বান জানান আইজিপি।