হোম অন্যান্যসারাদেশ শরীয়তপুরের মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ৩

শরীয়তপুরের মেঘনায় ট্রলারডুবিতে নিহত ২, নিখোঁজ ৩

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

অনলাইন ডেস্ক:

শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।

তিনি জানান, শুক্রবার সকাল ১০ টার দিকে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মাঝেরচর এলাকায় যাচ্ছিলো। ট্রলারটিতে ৭ জন পুরুষ ও ৪ জন নারী ছিলেন। ট্রলারটি মাঝ নদীতে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে এ ঘটনায় ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছে ৩ জন। পরে উদ্ধার হওয়া ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন