হোম জাতীয় ইন্টারনেট সেবা বিঘ্নিত, অর্ধেক বিল নিতে নোটিশ

ইন্টারনেট সেবা বিঘ্নিত, অর্ধেক বিল নিতে নোটিশ

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

জাতীয় ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে জ্বালাও-পোড়াওয়ের কারণে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় মাসের অর্ধেকের মতো সময় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা সংযোগ বিচ্ছিন্ন ছিলেন। এ অবস্থায় চলতি মাসে অর্ধেক বিল নিতে নির্দেশনা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ মোট ৪ জনকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুলাই) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নোটিশে দেশে ইন্টারনেট না থাকার কারণে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিসত্বর সে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নিতে এবং বর্তমানে নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতির বিষয়ে পদক্ষেপ নিতেও নোটিশ গ্রহীতাদের অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন