হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

খুলনা অফিস :
ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার সকালে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় ডুমুরিয়া বারোআনী বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমানের দোকানে অবৈধ কারেন্ট জাল পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন’১৯৫০ এর ৫ ধারায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পাশাপাশি মাছে ফরমালিন আছে কিনা তা পরীক্ষা করা হয় এবং এ সম্পর্কে সকলকে সচেতন করা হয়।
পরবর্তীতে ডুমুরিয়া বাজারে করোনা প্রতিরোধে সরকার কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা- তা পর্যবেক্ষণ করা হয়। এসময় মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্যের অপরাধে ৭ টি মামলায় ১০ব্যক্তিকে দন্ডবিধি’১৮৬০ এর ১৮৮ ধারায় ১ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস। এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক এবং ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন