হোম বিনোদন আবু সাঈদের রক্তাক্ত ছবি এঁকে ভাবনার ফেসবুক পোস্ট

আবু সাঈদের রক্তাক্ত ছবি এঁকে ভাবনার ফেসবুক পোস্ট

কর্তৃক Editor
০ মন্তব্য 67 ভিউজ

বিনোদন ডেস্ক:

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সারা দেশ উত্তাল। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদে সরব হয়েছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়া পাড়ার অনেক তারকারা। থেমে নেই কন্টেন্ট ক্রিয়েটররাও। এই পরিস্থিতিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

গতকাল প্রকাশ্যে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার রক্তাক্ত ছবি এঁকে ফেসবুকে পোস্ট করলেন অভিনেত্রী ভাবনা।

তিনি ক্যাপশনে সৈয়দ শামসুল হকের একটি কবিতা জুড়ে দিয়েছেন।

ভাবনা লিখেছেন, ‘এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে।’

উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এসময় কফিন ছুঁয়ে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শপথ করেন আন্দোলনকারীরা। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজায় আন্দোলনকারী শিক্ষার্থীরা কফিন ধরে এই আন্দোলনকে বৃথা যেতে না দেয়ার শপথ করেন। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে সরে না যাওয়ার ঘোষণাও দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন