হোম আন্তর্জাতিক পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের দল পিটিআই!

পাকিস্তানে নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের দল পিটিআই!

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শেহবাজ সরকার পিটিআই’র বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহী কার্যক্রম’র অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ ঘোষণা দেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন।

আতাউল্লাহ তারার বলেন, ফেডারেল সরকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করতে একটি মামলা করবে।

তিনি আরও বলেন, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তবে পিটিআইয়ের অস্তিত্ব দিয়ে তা করা যাবে না। পিটিআই এবং পাকিস্তানের সহাবস্থান অসম্ভব।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেছেন, বিদেশি তহবিল মামলা, ৯ মে’র দাঙ্গা, সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাস করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, পিটিআই নিষিদ্ধ করার জন্য খুবই বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে।

তিনি আরও বলেন, আমরা পিটিআই-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। কেননা আমরা বিশ্বাস করি, সংবিধানের ১৭ অনুচ্ছেদ সরকারকে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে পিটিআই-এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এমনকি নির্বাচনে পিটিআইয়ের প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেয়া হয়নি।

কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, সবচেয়ে বেশি আসন পেয়েছেন পিটিআই সমর্থিত প্রাথীরা। তবে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হওয়ায় সরকার গঠনের জন্য তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি ইমরান খানের দল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন