হোম জাতীয় কর্মবিরতির বিষয়ে শিক্ষকরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন

কর্মবিরতির বিষয়ে শিক্ষকরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

জাতীয় ডেস্ক:

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চলমান কর্মবিরতির বিষয়ে সাংগঠনিকভাবে আলোচনার পর শিক্ষকরা তাদের সিদ্ধান্ত জানাবেন। আজ শনিবার (১৩ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

এর আগে বৈঠকে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, শিক্ষকদের ২০২৪ সাল থেকে পেনশন স্কীমে অন্তর্ভুক্তির তথ্য সঠিক নয়। তাদের ক্ষেত্রেও অন্তর্ভুক্তি ২০২৫ সালের ১ জুলাই থেকে হবে। সকলের পেনশন স্কীমে অন্তর্ভুক্ত হওয়ার তারিখ ২০২৫ সালের ১ জুলাই। শিক্ষকদের সাথে আলোচনা করে অচিরেই সমস্যার সমাধানের আশ্বাসও দেন তিনি।

বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, সন্তোষজনক বৈঠক হয়েছে। তবে, কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত সব পক্ষের সাথে বৈঠকের পরে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন