হোম আন্তর্জাতিক ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন পুতিনের

ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন পুতিনের

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বনেতাদের মধ্যে সর্বপ্রথম পুতিনই মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানালেন। শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে রাশিয়ার সংবাদমাধ্যম মস্কো টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ানকে দেয়া এক বার্তায় পুতিন বলেছেন,’আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসাবে আপনার কার্যকলাপ আমাদের জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে।’

নির্বাচনে পেজেশকিয়ান ১৬ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন। যা প্রায় মোট ভোটের ৫৪ শতাংশ। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী, সাঈদ জালিলি দ্বিতীয় রাউন্ড মিলিয়ে পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্টের ক্ষমতা অন্যান্য দেশের প্রেসিডেন্সিয়াল সরকারের মতো নয়। দেশটির ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা। প্রেসিডেন্ট মূলত তার প্রধান সহকারী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন