অনলাইন ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া যদুরদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের উদ্ধারে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ বাকী জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি বাসের সাথে ফরিদপুর গামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকাআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাস এবং পিকআপটি ছিটকে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।