জাতীয় ডেস্ক:
ডলারের দাম অনেক তাই উৎপাদন খরচ বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকার সর্বোচ্চ কম খরচে সমন্বয় করতে চায়। গ্যাসের উৎপাদনে নিয়োজিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা গড়ে শতকরা ৬০ ভাগ। এই সক্ষমতা ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, চলতি মাসের মাঝামাঝিতে গ্যাস নিরবচ্ছিন্ন হবে। ৪-৫ দিনের মধ্যে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন হবে বলেও জানান নসরুল হামিদ বিপু। এছাড়া ২০২৫ সাল থেকে অন্তত ৬ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ, মোট বিদ্যুৎ সঞ্চালন লাইনে যোগ হবে। সে লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।