হোম জাতীয় প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে সার্বভৌমত্ব নষ্টের মিল নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কে সার্বভৌমত্ব নষ্টের মিল নেই: পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

জাতীয় ডেস্ক:

প্রতিবেশী দেশের সঙ্গে কানেক্টিভিটির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে যোগাযোগ বাড়ানোর অর্থ সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়া নয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, উন্নয়নের সুবিধা ভোগ করেও বিএনপি সমালোচনা করছে। মধ্যরাতে লন্ডন থেকে পদ চলে যাওয়ার ভয়ে বিএনপি নেতারা আতঙ্কে ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।

জনগণকে বিভ্রান্ত করার চেষ্টায় বিএনপির সফল হয়নি জানিয়ে তিনি আরও বলেন, পেনশন, কোটা ইস্যুসহ বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়ে রাজনীতিতে দলটি পরজীবী হয়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন