হোম অন্যান্যশিক্ষা কোটা বাতিলের দাবিতে ফের রাস্তা অবরোধ জবি শিক্ষার্থীদের

কোটা বাতিলের দাবিতে ফের রাস্তা অবরোধ জবি শিক্ষার্থীদের

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

জবি প্রতিনিধি:

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহালসহ চার দফা দাবিতে পুরান ঢাকার রায়সাহেব মোড় অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রায়সাহেব মোড়ে অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় গুলিস্তান ও বাবুবাজার থেকে সদরঘাট ও যাত্রাবাড়ীগামী সকল যানবাহন চলাচল বন্ধ ছিল।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

কর্মসূচির শিক্ষার্থীদের ‘মুখপাত্র’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসীম উদদীন বলেন, আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। যতদিন আমাদের দাবি না মানা হয়, ততদিন আমরা রাজপথে আছি, থাকবো।

এসময় এ সময় শিক্ষার্থীরা ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, লড়াই লড়াই লড়াই চাই’, ‘এক দফা এক ডাক, কোটা প্রথা নিপাত যাক’,‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক,’‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, শেখ হাসিনার বাংলায়/শেখ মুজিবের বাংলায়, কোটার ঠাঁই নাই’, মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই’ সহ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে আজ বৃহস্পতিবার সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল (নিয়মিত আপিল) করতে বলেছেন আদালত।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের উদ্দেশে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে, সেভাবে থাকুক। রায় প্রকাশ হলে আপনারা নিয়মিত আপিল দায়ের করেন। আমরা শুনব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন