হোম অর্থ ও বাণিজ্য ব্লু ইকোনমির সুফল টানতে অংশীদারিত্বের পথে হাঁটতে হবে: পরিকল্পনামন্ত্রী

ব্লু ইকোনমির সুফল টানতে অংশীদারিত্বের পথে হাঁটতে হবে: পরিকল্পনামন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

অর্থনীতি ডেস্ক:

সমুদ্র অর্থনীতির সুফল টানতে বাংলাদেশকে পার্টনারশিপ বা অংশীদারিত্বের পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে শুধু বিনিয়োগ নয়, কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও ভাবতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

বুধবার (৩ জুলাই) সকালে রাজধানীতে ব্লু ইকোনমি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেছেন, দারিদ্র বিমোচনে বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা। এটাকে কাজে লাগাতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ আছে। সেজন্য দেশি-বিদেশি অংশীদারিত্ব ও বিনিয়োগ নিয়ে ভাবতে হবে। ডেল্টা প্ল্যানের আওতায় সে কাজ শুরু করেছে সরকার।

প্রধান অতিথির বক্তব্যে এতে স্পিকার ড. শারমিন চৌধুরী বলেন, সমুদ্র নিয়ে গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি জোরদার করতে হবে নিরাপত্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন