হোম খুলনাযশোর মনিরামপুর উপজেলা পরিষদের ৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

মনিরামপুর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পরিষদ হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থ বছরের ৯ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৫৪০ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে রাজস্ব বাজেট ধরা হয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ৮৫০টাকা ও উন্নয়ন বাজেটে ৪ কোটি ১১ লাখ ১৬ হাজার ৬৯০ টাকা। এ ছাড়া রাজস্ব বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৯৭৪।

এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সমবায় অফিসার তারেকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, ঝাপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক মন্টু, রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দীন, খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহসহ আরো অনেকে।

বাজেটকে স্বাগত জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে সবক্ষেত্রে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। এ লক্ষ্যেই শেখ হাসিনার সরকার কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন